বিশ্বজিৎ বিশ্বাস, নবদ্বীপঃ ভাগীরথী নদীর উপর গৌরাঙ্গ সেতুতে ফাটল ধরায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল নদীয়ার নবদ্বীপে। বুধবার সকালে সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ফাটলটি নজরে এলে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানায় গাড়ি চালকেরা। এরপর স্থানীয় সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে এই দিন সকাল ন’টার পর থেকে যে কোনো রকম ওভারলোড গাড়ির সহ ভারী গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। জানা যায়, কৃষ্ণনগর থেকে সড়কপথে বর্ধমান যাওয়ার একমাত্র রাজ্য সড়কটি যুক্ত রয়েছে নবদ্বীপের ভাগীরথী নদীর ওপর এই গৌরাঙ্গ সেতুর মাধ্যমে। এছাড়াও প্রতিনিয়ত ছোট, বড় বিভিন্ন ধরনের হাজার হাজার গাড়ি চলাচল করে গুরুত্বপূর্ণ এই সেতুটির উপর দিয়ে। এই দিন সকালে সেতুর মাঝ বরাবর একটি ধারে বেশ কিছুটা জায়গায় ফাটল লক্ষ্য করেন গাড়ি চালকরা। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে বড় মাপের ওভারলোডিং ভারী গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। যে কোন রকম দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
পাশাপাশি সেতুর উপর দিয়ে ভারী যানবাহন যাতে চলাচল করতে না পারে তার জন্য ইতিমধ্যেই সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানা গিয়েছে প্রশাসন সূত্রে। গৌরাঙ্গ সেতু অতি গুরুত্বপূর্ণ একটি যোগাযোগের মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে সেই অর্থে সংস্কার কার্য না হওয়ার জন্যই বর্তমানে সেতুটির এই ভগ্নপ্রায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের।