টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের সোমবার গোষ্ঠী সংঘর্ষ বর্ধমান পৌরসভার ৬ নং ওয়ার্ডে। গোষ্ঠী সংঘর্ষে আহত মনিকা মন্ডল নামে এক মহিলা তৃণমূল কর্মী। আহত মহিলা কর্মীকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগের তীর তৃণমূলেরি অপর গোষ্ঠী শিবশঙ্কর ঘোষের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ৬ নং ওয়ার্ডের তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ।
বিধানসভা নির্বাচনের পর থেকেই গোটা রাজ্যের সাথেয় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলাও। গোষ্ঠী সংঘর্ষ আহত বর্ধমান পৌরসভার ৬ নং ওয়ার্ডের এক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী। অভিযুক্তদের নামে বর্ধমান সদর থানার অভিযোগ দায়ের করেন মনিকার পরিবারের লোকজন। ৬ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার মহম্মদ সেলিম বলেন, সকাল দিকে ওই এলাকা দিয়ে আমাদের মহিলা কর্মী মনিকা মন্ডল যাচ্ছিল সেই সময় তৃণমূলের অপর গোষ্ঠী ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাইদুল ইসলাম ও আসগর আলী মনিকা মন্ডলকে কুরুচিকর মন্তব্য করে। তার প্রতিবাদ করাতেই এই হামলা। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ বলেন মনিকা মন্ডল ও তার পরিবারের লোকজন মিলে ইমদাদুল ইসলামের পরিবারে উপর হামলা চালায়।
Social