টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সোমবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার কামালপুর গ্রামে। ওই মৃত গৃহবধূর নাম জানা যায় রিনা বেগম(২৮), তার বাপের বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত ভাষাপুর গ্রামে। এদিন ভোরে কামালপুর খালপাড়া এলাকার মানুষ দেখেন ওই গৃহবধূর তার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় খণ্ডঘোষ থানার পুলিশকে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন খন্ডঘোষ থানায়।
গৃহবধূর বাপের বাড়ি সূত্রে জানা যায়, সাত বছর আগে খণ্ডঘোষ ব্লকের কামালপুর গ্রামের খালপাড়া এলাকায় শেখ আলমগীর-এর সঙ্গে তার বিবাহ হয় এবং তাদের দুটি সন্তানও রয়েছে বলে জানা যায়। মৃত গৃহবধূর রিনা বেগম-এর বাপের বাড়ির লোকজনের অভিযোগ তাদের মেয়েকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে, এছাড়াও তারা আরও দাবি করেন বিয়ের পর থেকে তাদের মেয়ে রিনা বেগম-এর উপর স্বামীসহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করত, এবং রিনা বেগম সেই অত্যাচার সহ্য করতে না পেরে মাঝের মধ্যে বাপের বাড়িতে গিয়ে থাকতো, গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচজন সদস্য নামে খন্ডঘোস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে খণ্ডঘোষ থানার পুলিশ অভিযুক্ত স্বামী শেখ আলমগীর ও অভিযুক্ত শশুর শেখ হাকিমকে আটক করে। খণ্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন নাকি তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে, গৃহবধূর বাপের বাড়ির লোকজনের দেওয়া অভিযোগের ভিত্তিতে সেই বিষয়টি তদন্ত করছে পুলিশ।
Social