সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ পশ্চিম বর্ধমানের আসানসোলে টোটোতে লেখা ডাবলু.বি থ্রি সেভেন টি সি (WB37 TC) তারপর চার অঙ্কের সংখ্যা এই ভাবেই গাড়িতে নাম্বার প্লেট লাগিয়ে একাধিক টোটো ঘুরে বেড়াচ্ছে আসানসোল শহরের বুকে এই বেনিয়ম এবার চোখে পড়ল। একটা নয় দুটো নয় একাধিক টোটোর এইরকম নাম্বার প্লেট লাগান দেখতে পাওয়াতে স্বভাবতই প্রশ্ন তুললেন আসানসোলের স্থানীয় আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া। তার দাবি যেখানে রাজ্য সরকারের তরফ থেকে টোটো কে সেই ভাবে কোনভাবেই মান্যতা দেয়া হচ্ছে না সেখানে কিভাবে এই ধরনের নাম্বার প্লেট লাগিয়ে ঘুরছে টোটো গুলি?
টোটো চালককে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন গাড়ির শোরুম থেকে কেনার পর শোরুম থেকেই দেওয়া হচ্ছে এই নাম্বার কিন্তু গাড়ির শোরুম কিভাবে এই নাম্বার দিচ্ছে তা নিয়ে প্রশ্ন করা হলে পশ্চিম বর্ধমান জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সজল অধিকারী ক্যামেরার সামনে কিছু না জানালেও ফোন মারফৎ জানান এ বিষয়ে ইতিমধ্যে তাদের কাছেও একাধিক অভিযোগ এসেছে এবং এটি সম্পূর্ণ আইন বিরোধী কাজ।পাশাপাশি তিনি আরও জানান বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করবেন তারা। কিন্তু প্রশ্ন উঠছে যেখানে রাজ্য প্রশাসন এ বিষয়ে কার্যত অন্ধকারে সেখানে কিভাবে বিভিন্ন ব্যবসায়ীরা এই নাম্বার প্লেট গ্রাহকদের দিচ্ছেন কোন অনুমতি ছাড়াই।
Social