বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ দিনের-পর-দিন ধর্ষণ ও খুনের মত ঘটনায় একাধিকবার নাম উঠে আসছে নদীয়ার বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকার। হঠাৎই নিখোঁজ হয়ে যাওয়ার যুবকের মৃতদেহ উদ্ধার হল গভীর আমবাগান থেকে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ থানার খাল বোয়ালিয়া গোবিন্দপুর পঞ্চায়েতের অন্তর্গত আম বাগানে। জানা যায়, মৃত যুবকের নাম সৌরভ ঘোষ(২০)। ওই যুবক কর্মসূত্রে বাইরে হোটেলে কাজ করত। দিন দশেক আগে সে বিদেশ থেকে পুজো উপলক্ষ্যে বাড়ি ফেরে। গতদিন সন্ধ্যার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ।অনেক খোঁজ খবর করে কোনো সন্ধান মেলে না ওই যুবকের এমনটাই দাবি পরিবারের। সকালবেলা গ্রামবাসীরা গোবিন্দপুর দক্ষিণপাড়া আমবাগানে ঝোপের মধ্যে তাঁর দেহটি পড়ে থাকতে দেখে। যেখানে দিনের আলোতে মানুষ যেতে ভয় পায় সেই বাগানের মধ্যে সৌরভের দেহটি পড়ে থাকতে দেখে মানুষ স্তম্ভিত। দেখার পর খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানা ও সৌরভের পরিবারের কাছে।
সৌরভের পরিবারের তরফ থেকে সৌরভের বাবা জানান, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। কি কারনে এই খুন তা স্পষ্ট নয়। তবে গোটা ঘটনার তদন্তে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।