নিখিল কর্মকার, নদীয়াঃ করোনার প্রকোপ রাজ্যে যখন বাড়বাড়ন্ত ঠিক তখন থেকেই বন্ধ হয়ে গেছিল দর্শনার্থীদের জন্য মায়াপুর ইসকন মন্দিরের দরজা। দীর্ঘদিন লকডাউন চলার পর রাজ্যে করোনা সংক্রমনের প্রভাব কমতে সোমবার থেকে খুলে দেয়া হলো সর্বসাধারণের জন্য ইসকন মন্দিরের দরজা। এদিন থেকে মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলেও ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একাধিক বিধি-নিষেধ জারি করা হলো। মন্দিরে প্রবেশ করতে পারবেন একসঙ্গে ৫০ জন দর্শনার্থী। তার অধিক কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না মন্দিরে এমনটাই জানালেন ইসকন মন্দির কর্তৃপক্ষ। তবে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে পাশাপাশি দূরত্ব বজায় রেখেই মন্দিরে প্রবেশ করতে হবে।
স থেকে মন্দিরের দরজা সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন ইসকন মন্দির চত্বরের ব্যবসায়ীরা। একাধিক মানুষের রুটিরুজি জড়িয়ে রয়েছে এই ইসকন মন্দিরকে কেন্দ্র করে। যদিও এখনো পর্যন্ত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় ভুতের মুখ দেখতে হবে ব্যবসায়ীদের। মন্দির কর্তৃপক্ষ জানান ধীরে ধীরে সব কিছুই স্বাভাবিক হয়ে গেলে আবার পুনরায় আগের মতোই সুস্থ পরিস্থিতিতে ফিরে আসবে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণ।
Social