গৌরনাথ চক্রবর্ত্তী ,কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের মূলগ্ৰামে, চাষিদেরকে নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বুধবার। ধানের খড় পোড়ালে কি ক্ষতি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,কাটোয়া ২নং ব্লকের কৃষি অধিকর্তা সুমনা মন্ডল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা, শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান, শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান জগন্নাথ রুদ্র, সদস্য ইলা চ্যাটার্জী সহ অন্যান্যরা।
এই শিবিরে শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের ১০০ জন চাষি হাজির হয়েছিল। এইদিন চাষিদেরকে বার্তা দেওয়া হয় ধান কাটার পর মাঠে খড় পোড়ানো যাবে না।
Social