দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ক্ষুধার্থ গরীব, অসহায় ও সাধারণ মানুষের পাশে দাড়ালেন বাঁকুড়া জেলার ইন্দাসে এক ছোটো ব্যবসায়ী কৃষ্ণেন্দু বেজ। ক্ষুধার্থ অসহায় মানুষের মুখে দুপুরে অন্ন তুলে দেন মাতৃ এন্টারপ্রাইজ এন্ড ইলেকট্রিকের কর্নধার। তার এই উদ্যোগে সকলকেই খুশি। ইন্দাস বাজারের এক ব্যবসায়ী বলেন তার এই উদ্যোগকে সাধুবাদ জানান ও তার পাশে ইন্দাসে সকল ব্যবসায়ীরা আছে। মাতৃ এন্টারপ্রাইজে কর্নধার বলেন, তিনি যখন ছোট্ট ছিলেন তখন প্রতি রবিবার বাবা মা-এর সাথে খেতে বসতাম তখন আমাদের বাড়িতে অনেক ভিক্ষারীরা আসতো খাবারের জন্যে। তখন বাড়ির লোকজন ফিরিয়ে দিত তখন থেকে এই মনের ইচ্ছা ছিল। এখন যতটা সামর্থ্য অনুযায়ী প্রতি রবিবারে তার এই উদ্যোগ বলে জানান। তিনি আরও বলেন তার দোকানে প্রতিদিন যে লাভটা হয় তা থেকে কিছু অর্থ সরিয়ে প্রতি রবিবারে তিনি এই কর্মযোগ্য করেন। তিনি বলেন যতদিন আমি পারবো এই কাজ টি করে যাবো।
Check Also
স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে জেলায় নতুন চারটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে
টুডে নিউজ সার্ভিস, কালনাঃ পূর্ব বর্ধমান জেলার কালনা মিউনিসিপালিটি এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চারটি …