টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস পরিদর্শন করলেন ঝড় জলে শহরের রাস্তাঘাট কেমন আছে তা সরজমিনে দেখতে। বর্ধমানের শহরের ১৩ নম্বর ওয়ার্ডের নীলপুরের বিভিন্ন জায়গা বৃহস্পতিবার ঘুরে দেখেন বিধায়ক খোকন দাস। গত দুদিন আগেই এই এলাকায় রাস্তায় জল জমে গিয়েছিলো অল্প বৃষ্টিতেই।আর সেই খবরের জেরেই ওই ১৩ নম্বর ওয়ার্ড আমবাগান এলাকায় হঠাৎ পরিদর্শনে গিয়েছিলো এদিন বিধায়ক নিজে। এদিন তার সাথে উপস্থিত ছিলেন তৃনমূল নেতা সেখ নরুল আলম সহ অন্যান্য তৃণমূলের কর্মীসমর্থকেরা। এদিন শহরের বিভিন্ন জায়গায় রাস্তার উপর জল জমে আছে, নিকাশী নালা বেহাল দশা সেই সমস্ত জায়গাগুলো পরিদর্শন করেন এদিন বিধায়ক । এদিন বিধায়ক বলেন অনেকদিন ধরেই এলাকার বাসিন্দারা বলছেন এলাকার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বৃষ্টির জল জমে গেছে এছাড়াও নিকাশি নালার বেহাল দশা হয়ে রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা মেরামত ও নিকাশী নালা ঠিক করা হবে।
Check Also
ওয়াকফ অশান্তির জেরে কালীগঞ্জের উপনির্বাচন পিছানোর আর্জি বিজেপির
টুডে নিউজ সার্ভিসঃ এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। তবুও মুর্শিদাবাদ লাগোয়া কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন পিছিয়ে দেওয়ার …