দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ কথায় বলে মেয়েদের সৌন্দর্যের আসল চাবিকাটি নাকি লম্বা ঘন চুল। আর সেই চুলই কেউ কেটে ফেলার কথা বললে হয়তো অনেক মেয়েই চমকে ওঠবে। সেই কাজটাই করে দেখালো মৌচুরা রামসাগরের এক ছাত্রী পম্পা দে।ক্যান্সার রোগে চিকিৎসার পরে অনেক মহিলাই হারিয়ে ফেলেন তাদের লম্বা ঘন চুল। চিকিৎসার পর যখন চুল হারিয়ে ফেলেন সেই সময় মহিলাদের তখন শারীরিক সৌন্দর্য কিছুটা ম্লান হয়ে যায়। সে কারণে মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে সেইসব মহিলারা। সেইসব মহিলাদের পাশে দাঁড়াতে নিজের সাধের চুল কেটে দান করল বিষ্ণুপুরের মল্লভূম প্রয়াস নামে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে। বহুদিনের ইচ্ছে ছিল সমাজের জন্য কিছু করার।
সেই মনভাবনা নিয়ে নিজের সাধের লম্বা ঘন চুল ক্যান্সার রোগীদের জন্য দান করে নজির স্থাপন করলো বাঁকুড়া জেলার মৌচুরা রামসাগর এর পম্পা দে।