পাপু লোহার, বুদবুদঃ শতাধিক প্রাচীন ভেলা ভাসানো অনুষ্ঠান হলো বুদবুদের কোটা গ্রামে। রীতি অনুযায়ী প্রতি বছর ভাই ফোঁটার দিনেই গ্রামে যে সমস্ত কালি পুজো হয় সেই সমস্ত কালি মূর্তি ও শিব দুর্গার মূর্তি বিসর্জন করা হয় এক সাথে।
প্রাচীন কাল থেকে চলে আসছে এই রীতি। গ্রামের সমস্ত মূর্তি একটি জলাশয়ে ভেলায় চড়িয়ে পুরো জলাশয় ঘোরানো হয়। যা দেখতে ভিড় জমান কোটা গ্রাম সহ আশেপাশের এলাকার মানুষরা। ভেলা ভাসানো অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছর মেলার আয়োজন হলেও গত দু’বছর ধরে বন্ধ সমস্ত অনুষ্ঠান ও মেলা।
তবে ভেলা ভাসানো অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মত। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য গোটা জলাশয়ে পুলিশের কড়া নজরদারি থাকে। স্থানীয়রা জানিয়েছেন প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই উৎসব। গ্রামের এটাই শ্রেষ্ঠ আকর্ষণ। ভাই ফোঁটার দিন বিকাল থেকে শুরু করে সন্ধ্যার পরে সমস্ত মূর্তি বিসর্জন করা হয় ওই জলাশয়ে।