নিখিল কর্মকার, নদীয়াঃ নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও কৃষ্ণনগর সাংগঠনিক জেলা কমিটির নির্দেশে এবং কৃষ্ণনগর ৯ নম্বর ব্লক দক্ষিণ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কৃষ্ণনগর ভাতজাংলা বাদকুল্লা মোড়ে বিনামূল্যে দিদির বাজারের আয়োজন। এদিনের এই বিনামূল্যে দিদির বাজারের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একাধিক সদস্য সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিনের দিদির বিনামূল্যে বাজার থেকে ওই অঞ্চলের প্রায় সাড়ে ৩০০ দুঃস্থ মানুষদের সবজি বাজার তুলে দেয়া হয়।
এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, আমরা নদীয়া জেলার বিভিন্ন ব্লকে ব্লকে বিনামূল্যে দিদির বাজারের আয়োজন করব, যাতে কার্যত লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষ কোনরকম না খেয়ে থাকে। এর আগেও নদীয়া জেলার প্রত্যেকটি ব্লকেই মা ক্যান্টিনের মাধ্যম দিয়ে দুস্থ পরিবারের হাতে এক বেলা রান্না করা খাবার তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আগামী দিন থেকে নদীয়া জেলার প্রত্যেকটি ব্লকেই এই বিনামূল্যে দিদির বাজারের আয়োজন করা হবে। যেখান থেকে হাজার হাজার দুঃস্থ পরিবার উপকৃত হবে এটাই আমাদের একমাত্র লক্ষ্য।
Social