দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ফের ক্ষমতায় এলে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে ১০ হাজার টাকা দেওয়া হবে। তৃতীয় বারে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখলেন। সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা ঢুকতে শুরু করেছে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের কৃষকদের কাছে টাকা ঢুকছে কিনা জানতে চাইলে কৃষকরা বলেন হ্যাঁ টাকা ঢুকেছে।
ঠাকুররাণী পুষ্করীনি গ্রামের দুর্গাপ্রসাদ দে নামে এক কৃষক বলেন, অন্য কোন সরকারের আমলে এত টাকা পায়নি। এই সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে কৃষকদের পাশে থাকার জন্য। অশোক নন্দী নামে অপর এক কৃষক বলেন, অনেকই কথা দিয়ে কথা রাখেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আমরা খুবই খুশি।
Social