তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ সাধারণ মানুষের কাছে মোটা টাকার বিনিময় কয়েকজন অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জাল আধার কার্ড তৈরি করে দেবার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকা থেকে। গত শনিবার কান্দি থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে গোবিন্দপুরের একটি বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকে আধার কার্ড তৈরি করার সরঞ্জাম যেমন একটি ল্যাপটপ, প্রিন্টার এবং একটি বায়োমেট্রিক স্ক্যানার সহ দু’জনকে আটক করে কান্দি থানার পুলিশ। ধৃত কমল চন্দ্র ঘোষ এবং আব্দুল আজিজ নামের দুই ব্যক্তিকে সোমবার কান্দি মহকুমা আদালতে সাত(৭) দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করল কান্দি থানার পুলিশ। কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি ভাস্কর মজুমদার সমস্ত দিক বিচার বিবেচনা করে চার (৪) দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকার পক্ষের আইনজীবী চিরঞ্জিত রুজ।
কান্দি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গোবিন্দপুরের মৌলা সেখ নামের এক ব্যক্তি তার বাড়িতে অবৈধভাবে আধার কার্ড তৈরি করত তার যার খবর কান্দি থানার পুলিশ পেতেই মৌলা সেখের বাড়িতে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করা হয় এবং আধার কার্ড তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে তবে দলের মূল পান্ডা মৌলা সেখ পলাতক তার উদ্দেশ্য খোঁজ চালাচ্ছে পুলিশ এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত চলছে।
Social