টুডে নিউজ সার্ভিস, জলপাইগুড়িঃ কাগজের এক ফিট দূর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো জলপাইগুড়ির এক ছাত্র। জলপাইগুড়ি মার্চেন রোডের বাসিন্দা নাম আদিত্য সিং সোনাউললা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সে। মূল উপকরণ হিসেবে লেগেছে কাগজ। এছাড়াও তুলি, রং, রাংটা ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করেছে এই ধরনের ছোট্ট প্রতিমা। সময় লেগেছে দুমাস।এরপরে মাটির মূতি একটি তৈরি করার ও চিন্তা রয়েছে বলে জানান ওই ছাত্র।
Check Also
এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …