টুডে নিউজ সার্ভিস, জলপাইগুড়িঃ কাগজের এক ফিট দূর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো জলপাইগুড়ির এক ছাত্র। জলপাইগুড়ি মার্চেন রোডের বাসিন্দা নাম আদিত্য সিং সোনাউললা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সে। মূল উপকরণ হিসেবে লেগেছে কাগজ। এছাড়াও তুলি, রং, রাংটা ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করেছে এই ধরনের ছোট্ট প্রতিমা। সময় লেগেছে দুমাস।এরপরে মাটির মূতি একটি তৈরি করার ও চিন্তা রয়েছে বলে জানান ওই ছাত্র।
Check Also
মায়ের ঘরে আগুন লাগানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর ও মায়ের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে ছেলেকে …
Social