কাঁসারি বাড়ির জগদ্ধাত্রী পূজা

Burdwan Today
1 Min Read

 

টুডে নিউজ সার্ভিস, কাটোয়াঃ কাটোয়ার দাঁইহাটের কাঁসারি বাড়ির জগদ্ধাত্রী পুজো এবছর ৯২তম বর্ষে পদার্পণ করল। বাড়ির গৃহবধূ শরৎবাসীনি দাস সূচনা করেন। এখানে দেবী পূজিত হন দু’দিন নবমী এবং দশমী। নবমীর দিন অনুষ্ঠিত হয় কুমারী পূজা। শুধু কাঁসারি বাড়িতে জগদ্ধাত্রী পুজো না এই বাড়িতে দুর্গা-কালী-সরস্বতী-অন্নপূর্ণা সহ নানান দেব দেবীর আরাধনা হয়। 

করোনা আবহে গতবছর জৌলুস হীন ভাবে পুজো অনুষ্ঠিত হলেও এবছর করোনা অনেকটা নিয়ন্ত্রণে আর সেই কারণেই পুজোয় ফিরছে জাঁকজমক এ বছর হবে নর নারায়ণ সেবাও এমনটাই জানাচ্ছেন কাঁসারি বাড়ির সদস্যরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *