চিত্রঃ সোশ্যাল মিডিয়া |
দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা সারাজীবনে জন্যের কষ্ট।ভোট আসে আবারও ভোট চলে যায়। ভোটের আগে নেতাদের অনেক প্রতিশ্রুতি দেয়। কোনো কাজ হয় না। ভোটের পর নেতাদের আর এলাকায় দেখা মেলে না। তাই সারাজীবন শুধু পানীয় জল নয় রাস্তা ঘাট চিকিৎসার অভাবে অনেকেরই প্রাণ যায়। এদিন বাঁকুড়া জেলার ইন্দাসে মানুষ জলের অভাবে বিক্ষোভ দেখালেন। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের বিভিন্ন এলাকায় এবং কুশমুড়ি এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে। গোবিন্দপুর বাজারের এক টোটো চালক বলেন, চারদিন হল এই জলের ট্যাপ থেকে জল পাওয়া যাচ্ছে না। শুধু এই বাজারে নয় অন্যান্য এলাকায় জল পাওয়া যাচ্ছে না। পিএইচই ইঞ্জিনিয়ারকে এই ব্যাপারে জানতে চাওয়া হলে উনি বলেন, আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জলের সমস্যা জানিয়েছি। তবে কবে জল সরবরাহ হবে কিছুই বলতে পারলেন না। ওই অঞ্চলে প্রধান বলেন, তার এই বিষয়ে কিছু যানা নেই।এই বিষয়টি তিনি সাংবাদিক দের কাছে প্রথম শুনলেন।তিনি বলেন যদি সাধারণ মানুষ যদি অভিযোগ করেন তার ব্যবস্থা নেওয়া হবে।
Social