টুডে নিউজ সার্ভিসঃ ২৪ অক্টোবর কলকাতা মেট্রোর ৩৭তম জন্মদিন। এই দিন থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল কলকাতা মেট্রো রেলের নন এসি রেক। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর দেশের মধ্যে প্রথম কলকাতাতেই মেট্রো পরিষেবা শুরু হয়েছিল। বিদায় জানানো হবে নর্থ সাউথ করিডরে দীর্ঘদিন পরিষেবা দেওয়া শেষ তম নন-এসি রেক টিকে। এই উপলক্ষে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন (টালিগঞ্জ) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাতিল হতে চলা নন-এসি রেক-এর ভেতর বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রেনের মধ্যে থাকবে মেট্রোর ইতিহাস, থাকবে বর্তমান ও আগামী দিনের একাধিক কর্মকাণ্ড, সাথে থাকবে ছবির প্রদর্শনী।।