সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ কর্মীসভায় এসে ফের একবার দলীয় কাউন্সিলরদের একহাত নিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। মঞ্চ থেকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন কাউন্সিলরদের উদ্দেশ্যে, যারা বিগত বিধানসভা নির্বাচনে দলকে পিছন থেকে ছুরি চালিয়েছে। রবিবার আসানসোলের রবীন্দ্রভবনে দলীয় সমস্ত পঞ্চায়েত সদস্য এবং কাউন্সিলারদের নিয়ে এক সভার আয়োজন করা হয় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের তরফ থেকে সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কার্যত এই চ্যালেঞ্জ ছুড়ে দেন উজ্জ্বল বাবু। এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি বিধান উপাধ্যায়, দুর্গাপুর পুর নিগমের মেয়র দিলীপ অগস্তী সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এবং পঞ্চায়েতের সদস্য এবং সমর্থকরা।
Check Also
ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা
https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr
Social