ঝিলিক দাস, বীরভূমঃ বীরভূমের বোলপুরে ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের এগারোটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ১১ জন প্রার্থী। বৈঠকে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্য তোপ দাগেন। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথন তিনি প্রকাশ করেন যেখানে কমিশন রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিচ্ছে ভোটের আগের দিন তৃণমুল কংগ্রেসের কর্মীদের থানায় আটক করতে হবে।
বৈঠক শেষ করে তিনি চলে যান তারাপীঠে। মা তারার পূজো দিয়ে মূর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।
Social