জাহির আব্বাস মল্লিক, হুগলিঃ এই করোনা নামক অতিমারিতে সারাবিশ্ব যখন স্তব্ধ। সেখানে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী সকলের সঙ্গে সামনে থেকে লড়াই করে চলেছে।তবে এই পরিস্থিতিতে অনেক ব্যক্তি, অনেক সমাজসেবী সংস্থা এবং অনেক ক্লাব এই মহামারীর সঙ্গে প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষভাবে যুদ্ধ করছে বা পাশে দাঁড়াচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে হুগলির খানাকুলের পোল ইয়ং স্টার ক্লাব কিন্তু পিছিয়ে নেই। এই ক্লাব প্রতিবছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে রক্তদান শিবিরও করে থাকেন।
এবছরও তার বিকল্প হয়নি, সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করেনি তবে মানুষের পাশে দাঁড়াতে কিন্তু তারা ভুলেনি। এবছর কিন্তু তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে, এই নিয়ে তারা ১১ বছর এই শিবির করে আসছে। সকাল থেকে প্রায় ২৪ -২৫ জন রক্ত দিয়েছে এবং তাদের লক্ষ প্রায় ৮০ জনের মতো। তাদের এই আয়োজনকে কুর্নিশ জানায় সাধারণ মানুষ।
Social