সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ করোনার দ্বিতীয় ঢেউ মৃত্যুর মহামিছিল দেখেছে মানুষ। মারণ ভাইরাসের থাবায় সংক্রমিত হয়ে অনেক প্রিয়জনকে হারিয়েছে সাধারণ মানুষ। মৃত্যুর মহামিছিলের দগদগে ঘায়ের স্মৃতি কাটতে না কাটতে ফের করোনার তৃতীয় ঢেউ কড়া নাড়ছে দরজার দোরগোড়ায়। আগষ্ট শেষ ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ অনুমান আই.সি.এম.আর। ফের আরো এক মৃত্যু মিছিলের আতঙ্কে মানুষ। এই অবস্থায় বিশ্ব শান্তির লক্ষ্যে ও করোনা মহামারীর বিষাক্ত দংশনের ছোবল রুখতে ঈশ্বরের কাছে শান্তি কামনায় মহাযজ্ঞের আয়োজন হলো দুর্গাপুরে। দুর্গাপুর ব্যারেজ বির্সজন ঘাট সংলগ্ন দামোদর নদের তীরে রবিবার এই মহাযজ্ঞের আয়োজন করে পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাম্ভন সনাতন ট্রাস্টের দুর্গাপুর শাখার সদস্যরা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় মারণ ব্যাধি করোনার দুটি ওয়েভ মানুষ দেখেছে, একই সাথে দেখেছে হু হু করে বাড়তে থাকা মৃত্যুর মহামিছিলের ছবি, এই ভয়ঙ্কর পরিস্থিতি শেষ হতে না হতেই হাজির মারণ ভাইরাস করোনার থার্ড ওয়েভ,আর এতে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা বলছে চিকিৎসকরা,এই অবস্থায় ভয়ঙ্কর ব্যাধির প্রকোপ থেকে বাঁচতে মহাযজ্ঞের আয়োজন। ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা, আর নয়! এবার শান্তিময় হয়ে উঠুক গোটা বিশ্ব।মারণ ভাইরাসের বিষাক্ত ছোবলের বিষকে রুখতে মহাযজ্ঞের এই আয়োজন। দুর্গাপুর ব্যারেজ বিসর্জন ঘাটে পূর্ণার্থীদেরও সমাগম হয়,তারাও আকুল প্রার্থনা জানান ঈশ্বরের কাছে যাতে করে আর কোনো বিপদ বিশ্ববাসীকে ছুঁতে না পারে। রবিবার এই মহাযজ্ঞের আয়োজনে দুর্যোগের হাত থেকেও মানুষকে বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানানো হয়।করোনা বিধি মেনে রবিবার হলো করোনাকে জয় করার লক্ষ্যে মহাযজ্ঞের আয়োজন।