টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সোমবার বর্ধমান সেন্ট্রাল জেলের ৯ জন কয়েদিকে মেডিকেল কলেজে কো-ভ্যাকসিন দেওয়া হল। করোনা যেভাবে বাড়ছে তাতে সমস্ত প্রশাসনিক মহলেও পরেছে করোনা আতঙ্কের থাবা।একের পর এক সরকারি আধিকারিকের থেকে শুরু করে মেডিকেল কলেজের সুপারও করোনা আক্রান্ত হয়েছেন। তাই জেলের কয়েদিদের মধ্যে সংক্রমণ রুখতে তাদের টিকাকরনের কাজ শুরু হলো। রবিবার কয়েকজন কয়েদিদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গিয়ে টিকাকরণ করানো হয় । সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে এই কাজ করা হয়। বাকিদের একই ভাবে সোমবার মেডিকেল কলেজে নিয়ে গিয়ে টিকাকরণ করানো হয় ।
Check Also
এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …