টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সোমবার বর্ধমান সেন্ট্রাল জেলের ৯ জন কয়েদিকে মেডিকেল কলেজে কো-ভ্যাকসিন দেওয়া হল। করোনা যেভাবে বাড়ছে তাতে সমস্ত প্রশাসনিক মহলেও পরেছে করোনা আতঙ্কের থাবা।একের পর এক সরকারি আধিকারিকের থেকে শুরু করে মেডিকেল কলেজের সুপারও করোনা আক্রান্ত হয়েছেন। তাই জেলের কয়েদিদের মধ্যে সংক্রমণ রুখতে তাদের টিকাকরনের কাজ শুরু হলো। রবিবার কয়েকজন কয়েদিদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গিয়ে টিকাকরণ করানো হয় । সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে এই কাজ করা হয়। বাকিদের একই ভাবে সোমবার মেডিকেল কলেজে নিয়ে গিয়ে টিকাকরণ করানো হয় ।
Check Also
ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা
https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr
Social