সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার ধৃত গৌতম ভট্টাচার্য-কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। মৃন্ময় কস্যপি নামের কলকাতার এক ব্যবসায়ীর অভিযোগ, গৌতম ভট্টাচার্য তার কাছ থেকে নানান ভাবে প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা প্রতারণা করেছেন। কাঁকসার দোমরা ও বাঁকুড়ার বড়জোড়া এলাকার রাইস মিলের শেয়ার পাইয়ে দেওয়ার নাম করে মৃন্ময় বাবুর কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছিলেন গৌতম ভট্টাচার্য নামের ওই ব্যক্তি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে মৃন্ময় বাবু টাকা ফেরতের দাবি করলে নানান প্রভাবশালী ব্যক্তির নাম নিয়ে মৃন্ময় বাবুকে ভয় দেখানো হতো বলে অভিযোগ।
মৃন্ময় বাবু যখন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন তিনি জুলাই মাসের ২ তারিখে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে বিধাননগর ফাঁড়ির পুলিশ বিধাননগর এলাকা থেকে গৌতম ভট্টাচার্য নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ঘৃত গৌতম ভট্টাচার্য এর বিরুদ্ধে এর আগেও প্রতারণার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
Social