বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ কেন্দ্র সরকারের তিনটি কৃষি কালা আইনের বিরুদ্ধে কৃষকদের অবস্থান-বিক্ষোভ ও আন্দোলনের বর্ষপূর্তিতে শুক্রবার কৃষ্ণনগরে এ আই কে কে এম এস সংহতি কৃষক মঞ্চের পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। কৃষকদের কালা আইনের বিরুদ্ধে যে আন্দোলন সংঘটিত হয়েছিল সেই আন্দোলন ঐতিহাসিক আন্দোলন বলে এদিন দাবি করলেন কৃষক মঞ্চের সদস্যরা। এছাড়াও জানালেন বিদ্যুৎ বিল ২০২১ নিয়োগ কোনো কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাছাড়াও কৃষি কাহিনী প্রত্যাহার করেছেন। আন্দোলনকারীদের দাবির যতদিন পর্যন্ত লোকসভার অধিবেশনে লিখিতভাবে কৃষক আইন বাতিল না করছেন ততদিন পর্যন্ত দিল্লিতে আন্দোলন চালিয়ে যাবেন কৃষকরা।
এই ঐতিহাসিক আন্দোলনে ৭০০ কৃষকের রক্ত ঝরছে। ৭০০ কৃষকের রক্তের বিনিময়ে আজ কেন্দ্র সরকারের কৃষি আইন বাতিলের ঘোষণা করেছে। এছাড়াও দাবি করেন কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের। এদিন কৃষ্ণনগর রেল স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এসে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ দেখান তারা। কৃষকদের কৃষি আইন ও ২০২১ বিদ্যুৎ বিল সহ একাধিক দাবি না মানা হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিলেন।