দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরির বিরুদ্ধে তার গাড়িচালক কৃষ্ণ কুন্ডুর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রুম্পা কুন্ডু গঙ্গাজলঘাটি থানায় বিধায়িকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া জেলা আদালতে আত্মসমর্পণের পিটিশন জমা করেন। যদিও বিচারক বিধায়িকার সেই পিটিশন খারিজ করে বারাসতের বিশেষ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
কৃষ্ণ কুন্ডু ও তার স্ত্রী রুম্পা কুন্ডুর অভিযোগ প্রত্যাহারের জন্য রীতিমতো তাদের হুমকি দিচ্ছে বিজেপি।মৌখিক ভাবে এই হুমকির অভিযোগ পেয়ে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে তার বাড়িতে মোতায়েন করা হল রাজ্য পুলিশের এক কনস্টেবলকে। এই নিয়ে বেশ কয়েকটা দিন আতঙ্কেই ছিল পরিবার অবশেষে পুলিশ মোতায়েনের পর তা অনেকটাই নিশ্চিন্তে রুম্পা ও তার স্বামী কৃষ্ণ কুন্ডু। এবিষয়ে গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জীতেন গড়াই-এর সাথে যোগাযোগ করা হলে তিনিও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন।।
Social