বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ উপনির্বাচনে এইবার হ্যাটট্রিক করবে বিজেপি, শনিবার দুপুরে নদীয়ার ধুবুলিয়া চৌগাছা মোড় এলাকায় একটি বেসরকারী পান্থশালায় বিজেপির দলীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে এসে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির জয় লাভ করার প্রসঙ্গে কার্যত এই কথাই জানালেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার। এছাড়াও পূর্বে যেই বিধানসভা কেন্দ্র গুলিতে বিজেপি জয়লাভ করেছিল, সেই সব কেন্দ্রে পুনরায় নিজেদের ক্ষমতা ধরে রাখতে চলেছে তাঁর দল। পাশাপাশি অন্যান্য কেন্দ্রগুলোতেও ভালো ফল করবে ভারতীয় জনতা পার্টি বলেও এইদিন দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার।
পূর্বে কয়েকটি জনসভায় যোগদান করতে এসে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চটি চাটা মিডিয়া বলে সরাসরি আক্রমণ করেন সংবাদমাধ্যমকে। সেই প্রসঙ্গে এইদিন সুকান্ত বাবু বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বেশকিছু সংবাদমাধ্যম তাদের প্রকৃত দায়িত্ব পালন করছেন না। মূলত সেই কারণেই ওইসব সংবাদমাধ্যমকে উদ্দেশ্যে করে এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তবে তিনি তাঁর উক্তির মধ্য দিয়ে সব সংবাদমাধ্যমকে বোঝাতে চাননি বলেও এই দিন দাবি করেন সুকান্ত বাবু। সুকান্ত মজুমদার ছাড়াও এই দিনের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, আশু ঘোষ সহ নদীয়া জেলার অন্যান্য বিজেপির নেতৃত্ব বৃন্দ। আগামী উপনির্বাচনে বিজেপি সর্বশক্তি দিয়ে লড়াই করবে, এবং চারটি আসনে বিজেপি জয়লাভ করবে বলে এইদিনের সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে দাবি করেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় সরকার যথাসম্ভব চেষ্টা করছে। কিন্তু সাধারণ রাজ্যবাসীর সুবিধার কথা চিন্তা করে রাজ্য সরকার যদি পেট্রোল-ডিজেলের ওপর থেকে নিজেদের ধার্য করা কর হ্রাস করেন তাহলে পেট্রোল-ডিজেলের বাজার মূল্য অনেকটাই নিয়ন্ত্রিত হতে পারে বলেও এই দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আকাশছোঁয়া পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে কার্যত রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন দিলীপ ঘোষ।পাশাপাশি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে আন্তর্জাতিক বাজার মূল্যের উপর। ফলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কিছু করণীয় নেই বলেও দাবি করেন তিনি। এছাড়াও নির্বাচনী প্রসঙ্গে বিজেপির বর্তমান সাংগঠনিক শক্তির প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি যথেষ্ট শক্তিশালী রাজনৈতিক দল। ফলে বিগত দিনে লোকসভা ও বিধানসভা নির্বাচনে তাঁরা একাধিক আসনে আশানুরূপভাবে জয়লাভ করেছেন। আগামী উপনির্বাচনে বিজেপি একইভাবে নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারবে বলেও দাবি করেন দিলীপ ঘোষ।