Breaking News

উপনির্বাচনকে সামনে রেখে হাড্ডাহাড্ডি দিনহাটায়

 

  তানিয়া মিত্র, দিনহাটাঃ ৩০ অক্টোবর রাজ্যে আরও চারটি উপনির্বাচন। এই উপনির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন ৮ অক্টোবর। তাই নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই রাজনৈতিক দলগুলি  মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি ইতিমধ্যেই শুরু করেছে। রাজ্যে যে চারটি আসনে উপনির্বাচন হবে সেগুলি দিনহাটা, গোসাবা, খড়দা ও শান্তিপুর।  তবে এই চারটি আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল ও বিজেপি আসনটি সেটি হল দিনহাটা। ২০০৬  সালের পর এই আসনটিতে লড়ছে ২ বিধায়ক। দীর্ঘ ১৬ বছর পর  এই আসনে লড়াই একে অপরের বিরুদ্ধে অশোক মন্ডল ও উদয়ন গুহ। অশোক মন্ডল একসময় তৃণমূলে থাকলেও এখন বিপরীত দলে অবস্থান করেছেন তিনি। বিজেপিতে যোগদান এবং টিকিট পেয়েছেন সেই দল থেকে। অপরদিকে উদয়ন গুহ সিপিএমের প্রার্থী হিসেবে বিবেচিত এবং আজ তিনি তৃণমূলে যোগদান করেছেন। 

      দিনহাটা বিধানসভা আসনের বিধায়ক ছিলেন  নিশীথ প্রামানিক। নিশীথ প্রামানিক এই আসন থেকে সরে আসায় আসনটি  পুনরায় উপনির্বাচন। এর আগে নির্বাচনের মাত্র ৫৭ ভোটে জয়লাভ করেছিল। একমাত্র এই আসনটি বিজেপি তার দখলে রাখতে পারে বলে মনে করছে বিজেপির রাজনৈতিক মহলের একাংশ। তবে উদয়ন গুহ উন্নয়নকে হাতিয়ার করে দিনহাটায় অত্যাধিক ভোট নিয়ে এগিয়ে থাকতে পারে  তা মনে করছে দিনহাটার মানুষ। ৩০ অক্টোবর এই চারটি উপনির্বাচনের মধ্যে একমাত্র এই আসনটি হাড্ডাহাড্ডি লড়াই হবে তা পরিষ্কার। তবে এই আসনটি ধরে রাখার মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাবে বিজেপি।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *