তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশ নিয়ে বিভিন্ন স্কুলের নম্বর দেওয়া নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। বাদ গেল না এবছর উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া ছাত্রী রুমানা সুলতানার স্কুলেও৷ স্কুলের কলা বিভাগের ছাত্রীদের একাদশ শ্রেণিতে বেছে বেছে নাম্বার দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে শুক্রবার কান্দির রাজা মনীন্দ্র চন্দ্র গার্লস হাই স্কুলে অসন্তোষ প্রকাশ করলো সদ্য উচ্চমাধ্যমিক পাশ করা কলা বিভাগের ছাত্র-ছাত্রীরা ও তাদের অভিভাবকরা যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আদিতি সিংহ রায় পরিষ্কারভাবে জানিয়েছেন যে, ছাত্রীরা যেমন পরীক্ষা দিয়েছে তাদেরকে সেই রকমের নাম্বার দেওয়া হয়েছে। অভিভাবকরা চাইলে স্কুলে এসে সমস্ত কিছু দেখতে পারেন কোনো রকম বৈষম্যমূলক আচার ব্যবহার করা হয়নি। অপরদিকে এই ঘটনায় এদিন স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিভাবকরাই শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন।
Social