বিশ্বজিৎ বিশ্বাস, মায়াপুরঃ মায়াপুর ইস্কনে জাঁকজমক করে উৎযাপন হলো কৃষ্ণের জন্মাষ্টমী। এই দিন সকাল থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান। নানা রকম অনুষ্ঠানে মধ্য দিয়ে পালিত হলো এই জন্মাষ্টমী। প্রতিবছর ভক্তদের ঢল দেখা গেলেও এবছর দেশ বিদেশ থেকে আসতে পারেনি ভক্তরা, তাই প্রায় ভক্তের সমাগম ছিল খুবই কম। প্রথা মেনেই ঐ দিন রাত ১০ টা থেকে শুরু হয় শ্রীকৃষ্ণের স্নান এবং তা শেষ হয় রাত ১২ টায় ।
Check Also
শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা হল বাঁকুড়ার ইন্দপুরের পতিরডাঙা গ্রামে। বৃহস্পতিবার মন্দির …