Breaking News

    ইলেকট্রিক অফিসে বিক্ষোভ

    দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বৃহস্পতিবার সকালে কোতুলপুর ইলেকট্রিক অফিসে বিক্ষোভ দেখালেন কোতুলপুর এলাকার বেশ কিছু মানুষজন। তাদের দাবি দীর্ঘ দশ বছর ধরে তাদের এলাকায় বিদ্যুৎ সমস্যা আছে। বার বার ইলেকট্রিক অফিসে অভিযোগ করা হলেও তার সমাধান করা হইনি। কোতুলপুরের ওই তিনটি গ্রাম হল জোলিঠ্যা, দাসপাড়া ও বোস্টমপাড়া। এই তিনটি গ্রামে পানাহার ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাদের অভিযোগ দিনে তিন থেকে চার ঘণ্টা করে ইলেকট্রিক থাকছে না। এই সমস্যা দীর্ঘদিনের চলে আসছে। যেন নিত্য সঙ্গী হয়ে পড়েছে এই সমস্যা। এই অভিযোগ দীর্ঘদিন জানিও এই সমস্যা কোনো সমাধান হচ্ছে না। এই সমস্যা বিগত ১০ বছর ধরে হয়ে আসছে। তাই কোতুলপুর এর ওই এলাকার তিনটি গ্রামের বেশ কিছু সংখ্যক বাসিন্দা এদিন আরও একবার তাদের সমস্যা নিয়ে ইলেকট্রিক অফিসে অভিযোগ করেন ও তার দ্রুত সমাধানের জন্যও আবেদন করেন। তারা ইলেকট্রিক অফিসে দরখাস্ত জমা করতে এসেও অফিস টাইমে পেলেন না কোন অফিস স্টাফ। ঠিক টাইমে দেখা পেলেন না এস এস এরও। তিনি অফিসে আসেন নির্ধারিত সময়ের অনেক পরে। এমনই দাবি করেন গ্রামবাসীরা। তারপর গ্রামবাসীরা এস এস কে তার দাবি ও অভিযোগ সম্পর্কে জানান। এস এস তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

    About Burdwan Today

    Check Also

    স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে জেলায় নতুন চারটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে

    টুডে নিউজ সার্ভিস, কালনাঃ পূর্ব বর্ধমান জেলার কালনা মিউনিসিপালিটি এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চারটি …

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *