দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বৃহস্পতিবার সকালে কোতুলপুর ইলেকট্রিক অফিসে বিক্ষোভ দেখালেন কোতুলপুর এলাকার বেশ কিছু মানুষজন। তাদের দাবি দীর্ঘ দশ বছর ধরে তাদের এলাকায় বিদ্যুৎ সমস্যা আছে। বার বার ইলেকট্রিক অফিসে অভিযোগ করা হলেও তার সমাধান করা হইনি। কোতুলপুরের ওই তিনটি গ্রাম হল জোলিঠ্যা, দাসপাড়া ও বোস্টমপাড়া। এই তিনটি গ্রামে পানাহার ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাদের অভিযোগ দিনে তিন থেকে চার ঘণ্টা করে ইলেকট্রিক থাকছে না। এই সমস্যা দীর্ঘদিনের চলে আসছে। যেন নিত্য সঙ্গী হয়ে পড়েছে এই সমস্যা। এই অভিযোগ দীর্ঘদিন জানিও এই সমস্যা কোনো সমাধান হচ্ছে না। এই সমস্যা বিগত ১০ বছর ধরে হয়ে আসছে। তাই কোতুলপুর এর ওই এলাকার তিনটি গ্রামের বেশ কিছু সংখ্যক বাসিন্দা এদিন আরও একবার তাদের সমস্যা নিয়ে ইলেকট্রিক অফিসে অভিযোগ করেন ও তার দ্রুত সমাধানের জন্যও আবেদন করেন। তারা ইলেকট্রিক অফিসে দরখাস্ত জমা করতে এসেও অফিস টাইমে পেলেন না কোন অফিস স্টাফ। ঠিক টাইমে দেখা পেলেন না এস এস এরও। তিনি অফিসে আসেন নির্ধারিত সময়ের অনেক পরে। এমনই দাবি করেন গ্রামবাসীরা। তারপর গ্রামবাসীরা এস এস কে তার দাবি ও অভিযোগ সম্পর্কে জানান। এস এস তাদের দাবি পূরণের আশ্বাস দেন।
Check Also
৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক দাস
টুডে নিউজ সার্ভিসঃ মাধ্যমিকে চতুর্থ হওয়া আলিপুরদুয়ারের অভীক দাস এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে তাক …
Social