সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ ইন্ডিয়ান ওয়েলের পাইপ লাইন থেকে তেল চুরি করার ফন্দি করেছিল দুস্কৃতিরা। গোপনসুত্রে খবর পেয়ে সেই চুরি চুরি রুখল কুলটি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় ৫ দুস্কৃতিকে তাদের মধ্যে একজন প্রতিবন্ধি। গতকাল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সীতারামপুর বোকা বাবার আশ্রম সংলগ্ন ইন্ডিয়ান ওয়েলের পাইপলাইনের কাছে অভিযান চালায় এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয় ওই ৫ জনকে। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতরা ঝাড়খন্ডের চিরকুন্ডার বাসিন্দা। ধৃতদের আসানসোল মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করতে ধৃতদের পুলিশি হেফাজতে আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।