সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ হাতে গোনা কয়েকদিন পর শুরু হচ্ছে বাঙ্গালীদের বড়ো উৎসব দুর্গোৎসব, ইতিপূর্বে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে পিতৃপক্ষ মহালয়াতে পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হবে দেবীপক্ষ। সাজোসাজো রব শুরু হবার আগে বুধবার দুপুরে আসানসোল পৌরনিগমের সভাগৃহে সমস্ত পুজোকমিটি, পুলিশ প্রশাসন, দমকলবাহিনী, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে জরুরী বৈঠক করলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী।
অমরনাথ চ্যাটার্জী জানান প্রত্যেকবছরের মতো এইবছর শিল্পাঞ্চলে মাত্র একদিনে পুজো করার জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে এবং একই জায়গা থেকে। পুলিশ প্রশাসন থেকে সমস্ত পুজো কমিটির সদস্যদের পুজো ঘুরতে আসা ছোট বাচ্চাদের উপর বিশেষ নজর দেবার, মাস্ক, স্যানিটাইজ প্যান্ডেলে রাখা সহ একাধিক করোনা বিধিনিষেধ মানতে বলা হয়েছে এবং যে কোনো সহায়তার জন্য পুলিশ প্রশাসন সহায়তা করবে।