Breaking News

আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের অবস্থান-বিক্ষোভ

টুডে নিউজ সার্ভিসঃ মঙ্গলবার রাত থেকে প্রায় ১৬ ঘন্টা ধরে আর জি কর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থান-বিক্ষোভ মূল কারণ, মূলত প্রিন্সিপালের পদত্যাগ দাবি করা। জুনিয়র ডাক্তারদের বেশকিছু দাবি-দাওয়া রয়েছে। তাদের মধ্যে অন্যতম পিজেবি এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। এছাড়াও তাদের অন্যান্য বিভাগ বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন সেই বিভাগগুলো খোলা হোক। কিন্তু প্রিন্সিপাল সেগুলোর কোনো কিছুই পাত্তা দিচ্ছেন না। মূলত সেই কারণগুলো কে ঘিরে ধরে জুনিয়র ডাক্তারদের অবস্থান-বিক্ষোভ। কিছুক্ষণ আগেই প্রিন্সিপালের সঙ্গে ছাত্র-ছাত্রীদের মিটিং হয়। তবে সেই মিটিং-এ সমস্যার সমাধান কিছুই বেরিয়ে আসে না। তারপরে জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেয় তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে এবং প্রিন্সিপালের পদত্যাগ তারা দাবি জানাচ্ছেন। 

প্রায় দেড়শ থেকে দুইশ জন ছাত্র-ছাত্রী প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেছে। ইতিমধ্যে প্রিন্সিপালকে তারা ঘর বন্দি করে রেখেছেন। তাদের দাবি তারা যে সমস্ত দাবিগুলো তুলেছেন সেগুলো মানতে হবে। নাহলে তারা তাদের অবস্থান বিক্ষোভ থেকে সরবেন না।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *