টুডে নিউজ সার্ভিস, কুলটিঃ রাজ্যে গত কয়েকদিনের অতিভারী বৃষ্টির জেরে গত বৃহস্পতিবার সকাল থেকেই জল চেড়েছিলো মাইথন, পাঞ্চেত ও দুর্গাপুর ব্যারেজ। আর ব্যারেজ গুলির ছাড়া সেই জলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে বর্ধমান, বীরভূম, হুগলী ও হাওড়ার একাধিক গ্রাম। আর এরই মাঝে শনিবার আবারও নতুন করে জল ছাড়লো মাইথন ও পাঞ্চেত জলধারা। জানা গেছে এদিন সকালে মাইথন জলধারার পক্ষ থেকে প্রায় ৩৫ হাজার কিউসেক ও পাঞ্চেত জলধারা থেকে প্রায় ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে নতুন করে। এদিকে এই দুই জলধারা থেকে জল ছাড়ার ফলে ডিভিসি আবার যদি নতুন করে জল ছাড়ে তাহলে আরও অবনতি হবার আশঙ্কা রয়েছে রাজ্যের বন্যা পরিস্থিতি।
Social