আন্দোলনরত ৮ কৃষককে হত্যার প্রতিবাদে পথে নামল এস ইউ সি আই

Burdwan Today
2 Min Read

 

রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ  উত্তরপ্রদেশের লাখিমপুরের খৈরীতে কালা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর নির্মম ভাবে গাড়ি চালিয়ে ৮ কৃষককে মেরে ফেলার প্রতিবাদে ও যোগী সরকারের পদত্যাগের দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখালো এস ইউ সি আই। 

  দক্ষিন দিনাজপুর জেলা এস ইউ সি আই এর পক্ষ থেকে এই হত্যার প্রতিবাদে  বালুরঘাট শহরের মিছিল বের করা হয়। সেই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে জড়ো হয়। এরপর তারা এই নির্মম গন হত্যার দায়ে কেন্দ্রীয় মন্ত্রী ও যোগী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। এরপরেই এস ইউ সি আই এর পক্ষ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুশ পুতুল পুড়িয়ে প্রতিবাদে সামিল হয়।

জেলা এস ইউ সি আই এর জেলা নেত্রী নন্দা সাহা কেন্দ্র ও ইউ পি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন  প্রায় ১০ মাস ধরে কালা কৃষি কানুন বাতিলের দাবিতে কৃষকরা রাস্তায় বসে রয়েছেন। কিন্তু কেন্দ্র তো এ ব্যাপারে কিছু করছেই না উলটে নানা ভাবে তাদের উপর অত্যাচার চালিয়ে আসছে। পাশাপাশি  যে ভাবে কেন্দ্রীয় সরকারের দোসর যোগীর রাজ্যে নির্মম ভাবে এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে ৮ নিরিহ কৃষককে পিষে মেরে ফেলেছেন,  তার প্রতিবাদে কৃষি আইন বাতিলের দাবির পাশাপাশি ওই খুনির উপযুক্ত শাস্তি সহ কেন্দ্রীয় প্রতি মন্ত্রী ও যোগী সরকারের পদত্যাগের দাবিতে তাদের দল সারা রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছেন,  বলে তিনি জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *