নিখিল কর্মকার, নদীয়াঃ আতঙ্কবাদীদের কায়দায় লেখা পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ এসে পোস্টারটি উদ্ধার করে নিয়ে যায়। নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার কোর্ট মোড়ের ঘটনা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগর কোর্ট মোড়ের কাছে এক যুবকের নজরে আসে একটি পোস্টার ঝুলছে। এরপরেই ওই যুবক কাছে গিয়ে দেখে বিভিন্ন ধরনের ভাষা লেখা রয়েছে এই পোস্টারে। হিন্দি এবং ইংরেজী ভাষায় লেখা রয়েছে আতঙ্কবাদী, বিএসএফ, ডক্টর জাদুঘর। মূলত এই ভাষাগুলি দেখেই ওই যুবকের সন্দেহ হয় এটা হয়তো অন্যান্য খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। এরপরে সবাইকে ঘটনার কথা বলতেই এলাকায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে লেখা পোস্টারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর পাশাপাশি কি কারনে কোন উদ্দেশ্যে এই পোস্টারটি মারা হয়েছে তারা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী।
Social