দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ দু’বছর আগে পড়ে গিয়ে আজ বিছানায় শয্যাশায়ী সাত বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে মধুমিতা মাঝি। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের পাহাড়পুর গ্রামের অসহায় গরীব পরিবারের কন্যা মধুমিতা মাঝি। বাবা সমীর মাঝি,ভূমিহীন পরিবার। যাদের দু বেলা দু মুঠো খাদ্যের সংস্থান নেই। মেয়ের চিকিৎসার জন্য নিজের পাঁচ কাটা জমি, মোটর ভ্যান, মোটর সাইকেল যা ছিল সব চলে গেছে। আজ বড় অসহায় হয়ে পড়েছে। বুধবার হঠাৎ মধুমিতা মাঝির অবস্থা অবনতি হলে তাকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়। বিষ্ণুপুরের আমরা করবো জয় পরিবারের হাতে খাদ্য কিছু সামগ্রী তুলে দেন।
সমাজসেবী ফিরোজ মোল্লা বর্ধমান মেডিক্যাল হাসপাতালে দেখা করতে যান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। পাশাপাশি হুগলি জেলার আরামবাগ শহরের জিয়াজুর রহমান সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন।
Social