দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করোনা ভাইরাসের অতি সক্রিয়তা বন্ধ হয়ে গিয়েছিল স্কুল, দীর্ঘ প্রায় ২০ মাস পর অপেক্ষার অবসানে আনন্দিত ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক মহল। করোনা, লকডাউন, বন্ধ ব্যবসা ক্ষেত্র থেকে স্কুল, কলেজ এবং ব্যবসায়িক অন্যান্য প্রতিষ্ঠান। স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বাদে প্রায় সবার বন্ধ গেট খুলে গেছে একে একে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান গেট যেন কিছুতেই খুলছিলোনা, অবশেষে ১৬ নভেম্বর মঙ্গলবার সেই সময় উপস্থিত।
অতএব সমস্ত উৎকণ্ঠার অবসান, মঙ্গলবার খুললো স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ইউনিয়ন হাইস্কুলের ও ছোট্ট গোবিন্দপুর এস এন পাঁজা হাইস্কুলে প্রধান শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা স্কুলে এসে সকলকের সাথে দেখা হয়ে আনন্দ ও উৎসাহ চোখে পরার মতো। বিদ্যালয়ে প্রবেশের মুখে হাতে স্যানিটাইজার, থার্মাল গান শেখার পাশাপাশি চন্দনের ফোঁটা বরণ করা হলো ছাত্র-ছাত্রীদের। বিধি নিষেধ মেনেই স্কুলে ক্লাস করতে দেখা গেল এবং ইন্দাস ব্লকের এস আই সুভেন্দু কোনার ইন্দাস বক্লের সবকটি স্কুল পরিদর্শন করে দেখেন সমস্ত নিয়ম কানন ঠিক আছে।
Social