চিত্রটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত |
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ অনলাইনে খাবার পরিষেবা দিতে গিয়ে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন ডেলিভারিম্যানরা, এই অভিযোগ তুলে কাজ বন্ধ রাখল একটি অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীরা। শনিবার তারা বর্ধমানের বীরহাটার পার্বতী মাঠের সামনে জমায়েত হয়।ঘণ্টা পাঁচেক ডেলিভারি পরিষেবা তারা বন্ধ রাখে। গতকাল রাত থেকে পুলিশ তাদের কাজ করতে মানা করেছে বলে অভিযোগ সংস্থার কর্মীদের। এমনকি এদিন সকালে খাবার ডেলিভারি করতে গেলে তাদের কয়েকজন কর্মীকে পুলিশ হেনস্থা করে বলে অভিযোগ। প্রতিবাদে খাবার ডেলিভারি বন্ধ রাখল ওই সংস্থার বর্ধমানে কর্মরত কর্মীরা। পুলিশের এই আচরণের বিরুদ্ধে বর্ধমানের বীরহাটার পার্বতী মাঠের ক্লক টাওয়ারের সামনে একত্রিত হয়ে প্রতিবাদ জানান সংস্থার কর্মীরা।
পুলিশ সূত্রের খবর এই সব হোমডেলিভারি কর্মীরা অনেক সময় যথাযথ করোনা বিধি অমান্য করছে এমনকি কোথাও দেখা যাচ্ছে এইসব কর্মীরা হেলমেট মাস্ক, গ্লাভস, ছাড়া বাইক চালাচ্ছে। এইসব আইন লংঘন করার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর এইসব আইন বিধি মেনে কাজ করলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। এরপর বর্ধমান থানার পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বলে করোনা বিধি মেনে কাজ করার নির্দেশও দেন কর্মীদের ।
Social