টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ৯০ দশকে গণ আন্দোলনে নিহত যুব কংগ্রেসের কর্মী মানস ব্যানার্জীর শহীদ দীবস শ্রদ্ধার সাথে পালন করা হলো মঙ্গলবার। বর্ধমান পৌরসভার ২৯নম্বর ওয়ার্ডে মানস ব্যানার্জীর স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে শহীদ স্মরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপস্থিত তৃনমূল কংগ্রেসের কর্মীসমর্থকেরা। বর্ধমান পৌরসভার ২৯নম্বর ওয়ার্ডে প্রতিবারের মতো এবারেও এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মান ব্যানার্জীর স্মৃতিরক্ষা কমিটির আয়বাহক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রমানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ২৯নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রমানিক সহ অন্যান্য তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা ।মানস ব্যানার্জীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন উপস্থিত সকলে। গণ আন্দোলন করতে গিয়ে কিভাবে খুন হন মানস ব্যানার্জী, তার কর্মকাণ্ড কি ছিল সমস্ত বিষয় উত্থাপন করে বর্তমান সময় কর্মীদের কাছে তার কর্মজীবন সম্পর্কে তুলে ধরলেন তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা।