টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ লকডাউনে বিক্রি হচ্ছে না দুধ, বহুজাতিক সংস্থা গুলিও দুধ নেওয়া বন্ধ করেছে নোটিশ ছাড়াই। কয়েকদিন আগেই এই নিয়ে বিক্ষোভ দেখায় গোয়ালারা জৌগ্রামের রেড কাউ কোম্পানির গেটের সামনে, স্থানীয় বাজারে ৬০ থেকে ৭০টাকায় দই মিলছে। অপরদিকে লকডাউনে কাজ হারিয়ে অনেক গরীব মানুষ তার বাড়ির বাচ্ছার দুধের সংস্থান করতে অপারাগ হচ্ছে। এই মুহূর্তে দুই সমস্যার এক সাথে সমাধান করতে উদ্যোগী হল পল্লিমঙ্গল সমিতি। স্থানীয় গোয়ালাদের কাছ থেকে দুধ নূন্যতম দামে (তাদের খরচ টুকু দিয়ে) কিনে তা মাত্র ৪ টাকা প্রতি কেজি অর্থাৎ মাথা পিছু মাত্র ১টাকায় ১পোয়া দুধ দেওয়ার ব্যবস্থা করেছে প্রত্যহ। সমিতি প্রাঙ্গনে বিকাল ৪.৩০টা থেকে ৫.৩০টা অবধি মিলবে এই সুবিধা। ফলে স্থানীয় গরীব বাচ্ছারা যাতে এই করোনা কালে সুষম আহার পায় এবং গোয়ালাদেরও এই অসুবিধা থেকে কিছুটা বের করে আনা যায় তার জন্যই এই উদ্যোগ বলে জানান পল্লিমঙ্গল সমিতির সদস্যরা।
Check Also
সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …
Social