শ্রাবনী ঘোষ, কালনাঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতাল পরিদর্শনে গেলেন গ্রন্থাগার মন্ত্রী। কালনা মহকুমা হসপিটালে উপস্থিত হয়ে কালনা মহকুমা হসপিটালের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে ২৫ টা পিপিই কিট ও বেশ কিছু মাস্ক ডাক্তারদের এদিন প্রদান করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে কালনা মহকুমার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়লাভ করেন, মুখ্যমন্ত্রীর মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে স্থান পান তিনি, এরপরই এদিন বৃহস্পতিবার দুপুরে কালনা মহকুমা হসপিটালের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে ডাক্তারবাবুদের সাথে এক জরুরি বৈঠকে বসেন। এরপরই ডাক্তারবাবুদের হাতে পিপিই কিট ও মাস্ক তুলে দেন। এদিন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি জানান মুখ্যমন্ত্রী বলেছেন, বর্তমানে কোভিড নিয়ে সকলকে কাজ করার কথা তাই কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে এদিন আমার তরফ থেকে মাস্ক ও ২৫ টা পিপিই কিট বিতরণ করলাম।
Social