নিখিল কর্মকার, নদীয়াঃ ১৫ বছর বয়সী এক নাবালকের সাথে অমানবিক ঘটনায় চাঞ্চল্য। বাবা কমল পালের দ্বিতীয় বিবাহ মা দু’বছর বয়সেই মারা যায় বাবা আবার দ্বিতীয় বিবাহ করে। বিবাহের পরে সৎ মায়ের অত্যাচার শুরু হয় দীপশঙ্করের উপরে, দীর্ঘদিন অত্যাচারের ফলে অবশেষে আশ্রয় নেই মামার বাড়ি। সেখান থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় নাবালককে। এমনই এক ঘটনা উঠে এলো নদীয়ার শান্তিপুরে। উল্লেখ্য বিগত দু’বছর আগে সৎ মায়ের অত্যাচারে শান্তিপুর খাঁ পাড়ায় মামার বাড়িতে চলে আসে অষ্টম শ্রেণীর ছাত্র দীপশঙ্কর পাল। এর পরেই শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে ভর্তি হয় পড়াশোনার জন্য, মামার বাড়িতে থেকেই এতদিন পড়াশোনা করছিল দীপ শংকর। সেখানেও মামাদের অত্যাচারে আবারও ব্যারাকপুরে বাবার বাড়িতে চলে যায় দ্বীপ।
গতকাল শান্তিপুরে মামার বাড়িতে পরীক্ষার প্রশ্নপত্র নিতে এলে ঘটে অমানবিক ঘটনা। মামারা বাড়ি থেকে বের করে দেয় অষ্টম শ্রেণীর ছাত্র দীপশঙ্করকে, শুধু এখানেই শেষ নয় মামার বাড়ি থেকে বলা হয় বাড়ি থেকে বেরিয়ে যাও না হলে আত্মহত্যার পথ বেছে নাও, তখনই ওই ছোট্ট বালকটি বাঁচার তাগিদে ঘুরে বেড়ায় শান্তিপুরের এদিক-ওদিক। সন্ধ্যা নামার পরে আশ্রয় নেয় শান্তিপুর রেলস্টেশনে তখনই নজরে পড়ে শান্তিপুর রেল জিআরপি পুলিশের। ১৫ বছর বয়সী বালককে জিজ্ঞাসাবাদ করে জিআরপি পুলিশ সমস্ত ঘটনা জানার পরে জিআরপি পুলিশ যোগাযোগ করে শান্তিপুর থানার সাথে। শনিবার শান্তিপুর রেল জিআরপি পুলিশ, আরপিএফ ও শান্তিপুর থানার যৌথ উদ্যোগে ওই বালককে পাঠানো হয় রানাঘাট জিআরপিতে। সূত্রের খবর ওই বালককে এখন রাখা হবে হোমে স্বভাবতই এমন অমানবিক ঘটনায় হতস্তব্য গোটা শান্তিপুর।
Social