Breaking News

স্বস্তিপল্লীর ২৩ বছরের রথের চাকা গড়াতে দিল না

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ দীর্ঘ ২৩ বছরের রথের চাকা এবছরও ঠিক গড়ালো না, না অন্য কোনো কারণ নয় সারা বিশ্ব আজ করোনায় আক্রান্ত তাই সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে আর গ্রাম ঘোরানো নয় সোমবার জগন্নাথ মন্দিরের সামনেই টানা হলো পূর্ব বর্ধমানের স্বস্তিপল্লীর ভ্রাতৃ সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হওয়া এই রথ। এ বছরও বসলো না মেলা। তবে সমস্ত রকম নিয়ম-রক্ষার রীতিনীতি পালন করা হল এ বছরের রথযাত্রায়। 

অন্যান্য বছর জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে এলাকা পরিক্রমা করে মাসির বাড়িতে যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। করোনার প্রভাবে এবছরও এলাকা ঘুরবে না তাই জেনে প্রত্যেকের মন খারাপ।

  অন্যান্য বছরে দেখা গেছে, এই রথ দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ এসে হাজির হয় পাশাপাশি রথ উপলক্ষে স্বস্তিপল্লী ফুটবল ময়দানে মেলাও বসে তা সবই আজ স্তব্ধ।

  উদ্যোক্তারা জানান, করোনার কারণে ঘটা করে এ বছরও টানা হচ্ছে না স্বস্তিপল্লীর ভ্রাতৃ  সংঘের পরিচালনার দীর্ঘ ২৩ বছরের রথ।  সমস্ত রকম নিয়ম-নীতি মেনে পালিত হল এই রথযাত্রা।

About Burdwan Today

Check Also

রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তি উন্মোচন

টুডে নিউজ সার্ভিস, কালনাঃ কালনার রামমোহন রায় ছাত্রী নিবাসে মঙ্গলবার উন্মোচন হলো রাজা রামমোহন রায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *