দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ তিন বছরের ছোট্ট ফুটফুটে জীবন রুদ্র আজ সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত। জন্ম থেকেই স্নায়বিক ভারসাম্যহীনতায় ভুগছে এই সন্তান। উঠে দাঁড়াতে পারেও না। বসতেও পারে না। পরিবারটি ভূমিহীন তবুও বাবা মার চেষ্টা যদি তাদের সন্তান আর দশটা সন্তানের মতো দাঁড়াতে পারে, বসতে পারে সেই আশায় এই ডাক্তার, সেই ডাক্তার এখানে ওখানে যতদূর সম্ভব ছুটেছেন ছেলের চিকিৎসার জন্য কিন্তু কোন জায়গায় তেমন আশার আলো দেখতে পাননি।
বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের লাউগ্রাম অঞ্চলের চাঁপারুই গ্রামের অসহায় গরীব পরিবারের সন্তান জীবন রুদ্র। বাবা নিশিকান্ত রুদ্র ভূমিহীন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। যাদের দুবেলা দুমুঠো খাদ্যের সংস্থান নেই। আজ বড় অসহায় হয়ে পড়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি সাহায্য হাত বাড়িয়ে দেন তাহলে পরিবারটি উপকৃত হবে।