দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ২৫ মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাশপুরে আদিবাসী সমাজের ব্যবস্থাপনায় মূলত সাঁওতালদের উদ্যোগে সিধু কানুর মূর্তি স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস এর সমাজসেবী শেখ হামিদ, মোল্লা নাসের আলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ ।সাঁওতালদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে জলেশ্বর টুডু বলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে সাহায্য কারী সেই আদিবাসী বিপ্লবী নেতাদের শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে এই মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।এদিনের এই উৎসবে বেশ কিছু সাধারন মানুষ উপস্থিত ছিলেন সমাজসেবী সেখ হামিদ, চন্দন রক্ষিত,বাঁকুড়া জেলার ছাত্র নেতা আতাউল সহ এলাকার বিশিষ্ট সহ আরও অনেকে এবং তাদের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানায়।
Check Also
খাস কলকাতায় বিস্ফোরণ
টুডে নিউজ সার্ভিসঃ খাস কলকাতায় ভরদুপুরে বিস্ফোরণ। ঘটনায় হাত খোয়ালেন এক কাগজ কুড়ানি। ঘটনায় ব্যাপক …
Social