টুডে নিউজ সার্ভিসঃ সাহিত্য জগতে ইন্দ্রপতন। প্রয়াত হলেন সাহিত্যিক বুদ্ধুদেব গুহ। রবিবার রাত ১১ টা ২৫ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন সাহিত্যিক কিন্তু তা জয় করে বাড়ি ফিরে এসেছিলেন তিনি।
‘জঙ্গলমহল’ তার প্রথম প্রকাশিত সাহিত্য। তাঁর উল্লেখযোগ্য লেখা ‘জঙ্গলমহল’, ‘বাবলি’, ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘হলুদ বসন্ত’, ‘একটু উষ্ণতার জন্য’, ‘কুমুদিনী’, খেলা যখন, ঋজুদা, প্রভৃতি। তাঁর প্রয়াণে বাংলার সাহিত্য জগতে নেমে এসেছে শোকে ছায়া ৷
বিস্তারিত আসছে…
Social