প্রবীর মণ্ডল, শক্তিগড়ঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবস ঘোষণা করেন। সোমবার ১৬ আগস্ট খেলা হবে দিবস। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সাড়ম্বরে বর্ধমান দু’নম্বর ব্লক শক্তিগড় যুব গোষ্ঠীর ক্লাবের ময়দানে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক এই খেলা হবে দিবস পালন করেন।
পাশাপাশি এদিনের মঞ্চ থেকে কোভিড যোদ্ধা ও বিশিষ্টজনদের সংবর্ধনাও জানানো হয়। তাছাড়া প্রত্যেক রেজিস্ট্রিকৃত ক্লাবগুলোকে দুটি করে ফুটবলও প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্তের স্মরণে নীরবতা পালন করা হয়।
পাশাপাশি এদিন একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয় যার একদিকে ছিল এমএলএ একাদশ ও অপরদিকে শক্তিগড় থানা একাদশ। এই দিন উপস্থিত ছিলেন উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক ও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সৌভিক পান, বিডিও সুবর্ণা মজুমদার ও সার্কেল ইনসপেক্টর দেবনাথ সাধুকা, শক্তিগড় থানার অফিসার ইনচার্জ কুনাল বিশ্বাস, বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার ও বৈকন্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা।
Social