টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ করোনা আবহে ভীড় এড়াতে মন্দিরে সময়সূচিতেও হয়েছে বড়ো পরিবর্তন। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে প্রত্যেকদিন বহু ভক্তের আনাগোনা। এতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় শুরু হয়েছে সরকারি বিধিনিষেধ। প্রত্যেকদিন এক সঙ্গে দশ জনের বেশি ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে নূন্যতম দূরত্ব বিধি মেনে স্যানিটাইজ ব্যবহার করে দিতে হবে পুজো বলে জানান মন্দির ট্রাস্টি বোর্ড কর্তৃপক্ষ।
আগে মন্দির ভক্তদের জন্য সকাল ৬টায় খুললেও এখন সকালে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং বিকালে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকছে। মায়ের পূজো-আর্চনায় কোন পরিবর্তন না হলেও দুপুরের ভোগ বিতরণ বন্ধ রয়েছে এখন। করোনা আবহে আংশিক লকডাউন যতদিন চলবে ততদিন এই নিয়মে চলবে মন্দিরে।
Social